কচুয়ায় অর্থের অভাবে পিঠে টিউমার নিয়ে ধুকে ধুকে মরছেন মালেক শিকারী

কচুয়া উপজেলার আটোমোর গ্রামের শিকারী বাড়ির অধিবাসী সত্তরোর্ধ বয়সী আব্দুল মালেক শিকারী পিঠে দীর্ঘদিন টিউমার নিয়ে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রায় বিনা চিকিৎসায় প্রতিনিয়ত ব্যাথা যন্ত্রনায় ধুকে ধুকে মরছেন। ৫কন্যা সন্তানের বাবা আব্দুল মালেক শিকারী যৌবনে রিকশা চালিয়ে জীবন-জীবিকা নির্বাহ করলেও বর্তমানে বার্ধক্যের কারনে কঠোর পরিশ্রম করতে পারছেন না তিনি। একদিকে নিজের চিকিৎসা অন্যদিকে স্ত্রীকে নিয়ে প্রায় মানবতার জীবন যাপন করছেন তিনি।

পিঠে টিউমারে আক্রান্ত আব্দুল মালেক শিকারী জানান, প্রায় দেড় বছর আগে আমার পিঠে এ টিউমার দেখা দেয়। আমার ছেলে না থাকায় এবং আয় ইনকাম না থাকায় ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাতে পারছিনা। ৫ মেয়ে থাকলেও তাদের গরীবি সংসার হওয়ায় আমাকে সহযোগিতা করতে পারছেন না। স্থানীয়ভাবে হাতুরি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিলেও ডাক্তার জানিয়েছেন অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। অন্যদের মতো আমিও বাঁচতে চাই। আমাকে বাঁচাতে বিত্তবানসহ সকলের সহযোগিতা চাই।

আব্দুল মালেক শিকারীর স্ত্রী জেসমিন বেগম জানান, অভাবের সংসারে আমার স্বামীকে টাকার জন্য চিকিৎসা করাতে পারছিনা। কেউ আমার স্বামীকে উন্নত চিকিৎসার জন্য স্বেচ্ছায় আর্থিক সহযোগিতা করতে চাইলে ০১৮৪৩-৭০৩১৭৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জানুয়ারি ২০২৪

Share