কচুয়ায় অর্থনৈতিক শুমারী তালিকাকারীদের প্রশিক্ষণ কর্মশালা

কচুয়ায় অর্থনৈতিক শুমারী ২০২৪ তালিকাকারীদের নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষনার্থীদের নিয়ে ৩দিন ব্যাপী কর্মশালা শুরু করা হয়। তবে এ কর্মশালা প্রশিক্ষন রবিবার পর্যন্ত চলবে।

প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক ও চাঁদপুর জেলা শুমারী সমন্বয়কারী মোহাম্মদ আজাদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা শুমারী সমন্বয়কারী মো. জয়নুল আবেদীন সহ আরো অনেকে।

এসময় অর্থনৈতিক শুমারী ২০২৪ জোন-২ এর জোনাল অফিসার মো. শরীফ হোসেন,সিএইচসিপি এসোসিয়েশন কচুয়া উপজেলা সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্যাহ প্রধান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ জুন ২০২৪

Share