কচুয়ায় অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে একাডেমির মিলনায়তনে এ সমাবেশ করা হয়।

বিশিষ্ট সমাজসেবক আবু তাহেরের সভাপতিত্বে ও মাদ্রাসার সেক্রেটারী দুলাল হাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, একাডেমির পরিচালক ও সভাপতি মো. জামাল হোসেন সোহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ,সাধারন সম্পাদক ওমর ফারুক,দেলোয়ার হোসেন,সমাজসেবক হেলাল হোসেন,আব্দুর জব্বার,জাকির হোসেন সহ অনেকে। একই দিনে ওই একাডেমীর শিক্ষক নিযোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের আনায়নকৃত পিঠা উৎসবে অভিভাবক ও শিক্ষকবৃন্দ আনন্দ উপভোগ করেন।

এসময় মাদ্রাসার প্রিন্সিপাল আকরামুজ্জামান,আব্দুল মালেক,ইউপি সদস্য কামাল হোসেন,আলামিন হোসেন,মেহেদী হাসান সবুজ,সাইফুল ইসলাম,রাসেল ও গোলজার সহ অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

Share