কচুয়া উপজেলা দহুলিয়া গ্রামে অবস্থিত জামি’আ দারুত তাওহীদ মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তাওহীদ একাডেমি এন্ড ইসলামিক সেন্টারের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক মো. জামাল হোসেন সোহানের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মালেক মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ওমর ফারুক, মাদ্রাসার মোহতামিম শায়েখ মো: আকরামুজ্জামান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক হাজী মো: দুলাল, ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মমিন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, ইউপি সদস্য কামাল হোসেন, সমাজ সেবক আব্দুল লতিফ মুহরী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
পরে ওই মাদ্রাসার শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ ডিসেম্বর ২০২৩