কচুয়া পৌর ভবনের সামনে ডাকবাংলোর দেয়াল ঘেষা দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ ১২-১৩টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি এসব স্থাপনা উচ্ছ্বেদ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি জানান, কচুয়া পৌরসভার সামনের সড়কে যান চলাচলে বিঘ্ন হওয়ায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক এসব অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় কেউ এ স্থানে দোকান নির্মাণের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ ডিসেম্বর ২০২৪