Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
অবৈধ

কচুয়ায় ৬ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের কচুয়ায় জেলা প্রশাসেেকর এখতিয়ারভূক্ত জায়গায় অবৈধ স্থাপনা ও কোটি টাকায় নির্মাধীন সড়ক দখল করে ফলের এবং ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে কচুয়া উপজেলা প্রশাসন । মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাচার ভূমি অফিসের পশ্চিম অংশ সুরমা বাসষ্ট্যান্ড থেকে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পূর্ব মোড় পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

কচুয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের দু’পাশের বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দোকান সড়কের পাশ দখল করে রাখায় যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল বলে এলাকাবাসী অভিযোগ করেন। এ ছাড়া সকড়ে যানজট সৃষ্টিকারী অটো রিক্সা সড়ানোর দাবী ভূক্তভোগীদের।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাসির বলেন, হাজিগঞ্জ-কচুয়া-সাচার গৌরীপুর সড়কটি ব্যস্ততম একটি সড়ক। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই রুটে। সড়কের পাশে অবৈধ দোকান থাকার কারণে দীর্ঘদিন ধরে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। এসব সমস্যা সমাধান করতেই আমরা এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।’

কচুয়া প্রতিনিধি/ ২৪ সেপ্টেম্বর ২০২৫