কচুয়ায় দুটি অবৈধ ড্রেজার বিকল
চাঁদপুরের কচুয়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজারের পাইপ বিকল করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৮ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর দক্ষিণ বিলে বাঁচাইয়া গ্রামের মহিন উদ্দিনের অবৈধ ড্রেজারের পাইপ বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।
এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে টের পেয়ে ড্রেজারের মালিক মহিন উদ্দিন পালিয়ে যায়। অপরদিকে বাঁচাইয়া ব্রিক ফিল্ডের উত্তর পার্শ্বে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ড্রেজার ও ব্রিকফিল্ড মালিক আলী আশরাফকে ড্রেজার ও পাইপ সরিয়ে নেয়ার শর্তে মুচলেকা দেওয়ায় অর্থদণ্ড প্রদান করা হয়নি।
কচুয়া প্রতিনিধি/ ৮ সেপ্টেম্বর ২০২৫