চাঁদপুরের কচুয়া উপজেলার দোঘর ও গুলবাহার এলাকায় কৃষি জমি থেকে অনুমোদন বিহীন অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি মালামালসহ একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন গত কয়েকদিন যাবৎ অবৈধভাবে এ বালু উত্তোলনের ব্যবসা করে আসছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিক জাকির হোসেন গাঁ ঢাকা দেয়ায় অবৈধ ড্রেজার জব্দ করে নিয়ে আসা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur