চাঁদপুরের কচুয়ায় ২৫টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অভিযান চালিয়ে কচুয়া পৌরসভার কড়ইয়া,পলাশপুর ,মাছিমপুর,কচুয়া উত্তর ইউনিয়নের কাজকামাতা এলাকার অবৈধ গ্যাস সংযোগ, বকেয়া বিল,অনুমোদনবিহীন সংযোগ দিয়ে রাইজার লাগিয়ে গ্যাস ব্যবহার করার দায়ে ২৫টি পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গৌরিপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত জানান,আমরা ৫টি গ্রুপে ১শত২৫টি পরিবারের গ্যাস সংযোগ পরিদর্শন করি। তার মধ্যে কিছু গ্রাহক দীর্ঘদিন যাবত বকেয়া গ্যাস বিল পরিশোধ না করায় এবং গ্যাস কোম্পানীর অনুমতি ছাড়া কিছু গ্রাহক দালাল দিয়ে ভূয়া কাগজ পত্র তৈরী করে রাইজার লাগিয়ে গ্যাস ব্যবহার করছে। যা কোম্পনীর নিয়মের পরিপন্থি। তাই এ সব গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিনের প্রক্রিয়া অব্যাহত থাকবে। দিনের বেলা গ্যাস না থাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন অবৈধ সংযোগ বন্ধ হলে গ্যাস সংকট কমে যাবে।
অভিযান পরিচালনা কালে বাখরাবাদ গ্যাস কোম্পানীর কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক (পরিকল্পনা) প্রকৌশলি বাপ্পী সাহরিয়ার, ব্যবস্থাপক (রাজস্ব) আ: রাজ্জাক, ব্যবস্থাপক (সঞ্চালন) মমিরুল হক , ব্যবস্থাপক (সেবা) কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur