কচুয়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গিয়াস উদ্দিন পাটওয়ারী আর বেঁচে নেই

কচুয়া উপজেলার ১৭ নং মাঝিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. গিয়াস উদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিৃ…..রাজিউন)। তিনি বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ২ঘটিকার সময় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৯ বছর।

তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে তাকে তার নিজ মাঝিগাছা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩ জুলাই ২০২৫