কচুয়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খলিলুর রহমান আর বেচেঁ নেই

চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের অধিবাসী, সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব মো. খলিলুর রহমান মাষ্টার আর বেচেঁ নেই (ইন্নালি……রাজিউন)। তিনি গত রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ওইদিন বাদ আছর বুধুন্ডা দ্বীনিয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুমের লাশ বুধুন্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব খলিলুর রহমান মাষ্টার বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ডা. জসিম উদ্দিন প্রধানের বাবা ছিলেন।

এদিকে আগামী বৃহস্পতিবার সকালে মরহুমের স্মরনে বুধুন্ডা গ্রামের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মীয় স্মজন ও এলাকাবাসীকে উপস্থিত থেকে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করতে বিশেষ ভাবে দাওয়াত করা হয়েছে।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১০ ডিসেম্বর ২০২৪

Share