উৎসবমুখর, শান্তিপূর্ন পরিবেশ ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাঁদপুরের কচুয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ওই দিন কনকণে শীত উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ভোট কেন্দ্রে নারী-পুরুষ, প্রতিবন্ধী ও বৃদ্ধ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
চাঁদপুর-১ কচুয়া আসনে ৩জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দ্বীতা করেন। রবিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগ নৌকার মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন। পরে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দীর্ঘদিন পর মানুষ উৎসবমূখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বলে দাবি জানিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, দেশীয় ও আন্তর্জাতিক ভাবে এ নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হয়েছিলো। দেশের মানুষ তাদের ভোট প্রয়োগের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করেছেন।
ওই দিন দিনভর কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০৯টি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয় তবে দুপুরের আগে কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিলো। এছাড়া সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোট গ্রহণের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur