চাঁদপুরের কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে সোমবার রাতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার রিয়া (২০) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধু আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরন করেছে।
একই উপজেলার বড় তুলাগাঁও গ্রামের অধিবাসী নিহতের বাবা আক্তার হোসেন জানান, প্রায় ৩ বছর পূর্বে তার মেয়েকে বিয়ে দেয়া হয়। বর্তমানে রিয়া চার মাসের অন্তঃসত্ত্বা রয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে এবং মেয়ে হত্যার সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur