কচুয়ায় অধ্যাপক সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে দোয়া
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম–এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পশ্চিমপাড়া হযরত উমর ফারুক (রাঃ) জামে মসজিদে এ আয়োজন করা হয়।
মরহুমের ভাতিজা ও ইউপি সদস্য মোঃ শাহজালাল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন সাজানো হয়। অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা তাঁর মানবিক কাজ, সমাজসেবা, শিক্ষা বিস্তারে অবদান এবং এলাকার মানুষের প্রতি তাঁর অগাধ মমত্ববোধ তুলে ধরেন।
স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য রাখেন-মরহুমের ভাতিজা মোঃ শাহজালাল মিয়া, পালাখাল বাজার জামে মসজিদের সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান ও সমাজসেবক মাহবুব আলম প্রমুখ। পরে মরহুম অধ্যাপক সিরাজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি পালাকাল ও মাদানী বাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্থানীয়রা জানান, অধ্যাপক সিরাজুল ইসলামের উদারতা, দানশীলতা ও সমাজের প্রতি নিবেদিতপ্রাণ কর্মযজ্ঞ আজও মানুষের হৃদয়ে অম্লান। তাঁর রেখে যাওয়া আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৫ ডিসেম্বর ২০২৫