কচুয়ায় অধ্যক্ষ মিজানুর রহমানের সুস্থতার জন্য দোয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কচুয়া উপজেলা কলেজ উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটোয়ারীর সুস্থতায় কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়েছে।

সোমবার বিকালে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে এ মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মোঃ শহীদ উল্লাহ পাটোয়ারী’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন, পালগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ খান, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া,রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটোয়ারী, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার কর, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ, কহলথুরি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন প্রমুখ।

পরে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান ও তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটোয়ারীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন, বাইছারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ কলিম উল্লাহ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ঐহিহ্যবাহী আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কচুয়া উপজেলা কলেজ উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান হার্টের সমস্যা জনিত কারণে গত ২৬শে ডিসেম্বর ভারতের ব্যাঙ্গলোর নারায়ন হাসপাতালের দেশবরেণ্য চিকিৎসক ডা.দেবী প্রসাদ শেঠ এর অধীনে উন্নত চিকিৎসার জন্য গিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ জানুয়ারি ২০২৩

Share