কচুয়ায় অধ্যক্ষ নূরল আলম মজুমদারের দাফন সম্পন্ন
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মুহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ নূরুল আলম মজুমদার আর বেচেঁ নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি শনিবার রাত ৩ টার দিকে ডায়াবেটিস ও কিডনী জনিত কারনে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছে। সোমবার বাদ জোহর জানাযা শেষে মরহুমের লাশ উপজেলার নলুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মুহাম্মদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো শিক্ষার্থী গড়ার কারিগর, ২০২৩সালে শ্রেষ্ট অধ্যক্ষ ও কচুয়া উপজেলা আহলে সুন্নত ওয়াল জামায়েত ও বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সাবেক সভাপতি মুফতি মুহাম্মদ নূরুল আলম মজুমদারের মৃত্যুতে শিক্ষাঙ্গন, তার পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২০ জুলাই ২০২৫