সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অধ্যক্ষ কাজী আছাদ উল্লাহর সংবাদ সম্মেলন

কচুয়ায় অধ্যক্ষ কাজী আছাদ উল্লাহর সংবাদ সম্মেলন

চাঁদপুর -১ কচুয়া আসনে খেলাফত মজলিসের সম্ভব্য এমপি প্রার্থী কচুয়া আইডিয়াল স্কুল ও হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী আছাদ উল্লাহ সংবাদ সম্মেলন করছেন।

রবিবার পৌরসভাধীন আইডিয়াল স্কুল মিলনায়তনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, অধ্যক্ষ কাজী আছাদ উল্লাহ। লিখিত বক্তব্য তিনি বলেন , ২০২৪ সালের ডিসেম্বর মাসে আমি একটি মিথ্যা মামলায় দীর্ঘ ৫ মাস ৭ দিন কারাভোগ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণিত হই।
তিনি আরো বলেন, আমাকে জড়িয়ে যে ঘটনায় মিথ্যা মামলা দিয়েছে আমি ওই সময়ে ঘটনাস্থলে ছিলাম না। ওই সময়ে আমার বাড়ির নিকটতম আত্মীয় মৃত্যুবরণ করেন তাঁর দাফন কাফনে ব্যস্ত ছিলাম। যারা আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য এ মিথ্যা মামলায় দিয়েছেন তাদের আল্লাহপাক বিচার করবেন।
এসময় সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নেতা আহমদ আলী কাসেমী, কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামিল, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব আল আমিন,কচুয়া বাজার ব্যবসায়ী আবুল খায়ের, অনলাইন মিডিয়ার সাংবাদিক রুহুল আমিন সাদি, মুফতি শাহজালাল ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্লাহসহ বিভিন্ন প্রিন্ট – ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

কচুয়া প্রতিনিধি,১৩ জুলাই ২০২৫