কচুয়ায় মশার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হয়ে একদিন পর মো. সেলিম মিয়া (৪৫) নামের এক প্রবাসীর করুণ মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে চাঁনপাড়া গ্রামে তার নিজ গৃহে মশার কয়েলের আগুনে অগ্নিদগ্ধ হলে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। মৃত মো. সেলিম মিয়া চাঁনপাড়া গ্রামের মৃত. সেকান্দর আলীর পুত্র।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়লে অসাবধানতাবশত কয়েলের আগুন সেলিম মিয়ার লুঙ্গীতে লেগে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিহত সেলিম মিয়ার পুত্র রবিউল্লাহ নিশ্চিত করেছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ৯ ডিসেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur