চাঁদপুরের কচুয়া পৌর বাজারে সোমবার মধ্যরাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে।
ভষ্মিভূত দোকানগুলো হচ্ছে মহসিনের মুদি দোকান, আরিফ হোসেনের বস্ত্র বিতান, নুরু মিয়ার ঘড়ি দোকান, সালাউদ্দিনের কসমেটিক্স, আব্দুর রহমানের কসমেটিক্স, বিল্লাল হোসেনের মোবাইল, নুরুল্লাহর টি হাউজ ও বশির উল্যাহর জুতা দোকানের মালামালসহ প্রায় ১কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দ্রুত কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌছলেও কাছকাছি পানি না থাকায় প্রায় ৫শ গজ দুরের থানা পুকুর থেকে পানি এনে, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দুই ঘন্টা ব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা হয়।
এ ঘটনায় ইউএনও এসহান মুরাদ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২ এপ্রিল ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur