কচুয়ায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই

চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে তিন মালিকের ৭টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার খিড্ডা বাজারে সুলতান আহমেদের সার ও কীটনাশক দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত চারদিকে ছড়িয়ে পড়লে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনকর্মীরা ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘন্টব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

এতে ৭ দোকানের মালামালসহ প্রায় এক কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা দাবি করছেন।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হচ্ছে, সুলতার আহমেদ এর ভ্যারাইটিজ ও সার দোকান, জিলানী মিয়ার মোবাইল ও কম্পিউটার ও হানিফ মিয়ার ডেকোরেট। ক্ষতিগ্রস্থদের মধ্যে সুলতান আহমেদ এর প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ী তাদের সার দোকানের মালামাল ও নগদ টাকা হারিয়ে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ঋণের বোঝা মাথায় নিয়ে পাগল প্রায় হয়ে উঠেছে।

খবর পেয়ে শনিবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ ফেব্রুয়ারি ২০২৩

Share