চাঁদপুরের কচুয়া উপজেলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি ভাঙ্গারী দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার মধ্যরাতে উপজেলার চাংপুর শিমুলতলী মোড়ে ভাঙ্গারী ব্যবসায়ী মাখন মিয়ার দোকানে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড মাখন মিয়ার পুরাতন মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
মাখন মিয়ার দোকানের কর্মচারী আব্দুল হাকিম জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে তারা ঘুমিয়ে পড়লে মধ্য রাতে অগ্নিকান্ডের সূত্রপাত দেখতে পেয়ে আশপাশের লোকজন ও কচুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur