কচুয়ায় অগ্নিকণ্ডে একটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সকালে উপজেলার পালাখাল বাজারের পিংকি হার্ডওয়্যার ও মাটিঘর দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধান হয়েছে হয়েছে বলে জানান দোকান মালিক রামু চন্দ্র রায়।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও বাজার ব্যবসায়ীরা জানান, শনিবার সকালে পাশ^বর্তী দোকান চৌধুরী মেডিকেল হলে মেরামতের কাজ করতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়। এতে ওই বাজারের ব্যবসায়ী আগুন নিভাতে গিয়ে আজম খান নামের একজন গুরুতর আহত হয়। তবে অল্পের জন্য পাশ্ববর্তী বেশকিছু দোকানপাট ভয়াভহ অগ্নিকান্ড থেকে রক্ষা পায়।
খবর পেয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,বাজার সভাপতি আব্দুল খালেক,সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur