কচুয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হাইমচর

চাঁদপুরে আন্তঃ উপ‌জেলা (বালক অনুর্ধ্ব ২১) কাবা‌ডি টুর্না‌মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। ২৪ জুন শনিবার বিকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিক ফাইনাল খেলায় কচুয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাইমচর উপজেলা কাবাডি দল।

খেলায় ২১- ৪৭ পয়েন্টের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাইমচর উপজেলা কাবাডি দল। খেলা পরিচালনা করেন জাতীয় কাবা‌ডি ফেডা‌রেশনের রেফা‌রি আমজাদ হো‌সেন মজনু ও শাহ আলম প্রিন্স ।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আ‌য়োজ‌নে এ টুনামেন্টে পৃষ্ঠপোষকতা করেন, জেলা কাবা‌ডি উপ-ক‌মি‌টির সাধারন সম্পাদক আলহাজ্ব ওমর পাটওয়ারী।

ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার), সহকারী কমিশনার হেদায়েতুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া অ‌ফিসার তা‌রিকুল ইসলাম, কচুয়া উপ‌জেলা ক্রি‌ড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা স‌ন্তোষ চন্দ্র সেন, ফ‌রিদগঞ্জ উপ‌জেলা ক্রি‌ড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরনবী নোমান, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।

প্রতিবেদক:আশিক বিন রহিম, ২৪ জুন ২০২৩

Share