সারাদেশ

কঙ্কালের খুলিতে ম্যাগনেটিক পাবার আশায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির হিড়িক

কঙ্কালের খুলিতে ম্যাগনেটিক পাবার আশায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে।

সোমবার রাতের কোনো এক সময় ফরিদপুর জেলার সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

কবরস্থান সংলগ্ন মসজিদের ইমাম মো. হাফিজুল ইসলাম জানান, সকালে মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোদাই অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে অবহিত করেন।

এলাকাবাসীর বরাত দিয়ে সংশ্লিষ্ট সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. জয়গুন বেগম জানান, কবরগুলোর এক প্রান্তের বাঁশের ছাউনি তুলে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এলাকার ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডল জানান, ওই কবরস্থানের একাধিক কবর থেকে আগে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করা হয়েছিল। তবে কে বা কারা এ কাজটি করছে তা জানা যায়নি।

এ ব্যাপারে এলাকাবাসী আরো জানায়, কঙ্কালের ভেতর ম্যাগনেটিক পাওয়ার আশায় চোরেরা এগুলো চুরি করছে। কথিত রয়েছে, কঙ্কালের খুলিতে যে ম্যাগনেটিক পাওয়া যায় তা বিক্রি করলে লাখ লাখ টাকা রোজগার করা যায়। কথিত এ বিষয়টিকে হয়তো প্রাধান্য দিয়ে চোরেরা কঙ্কাল চুরির হিড়িক চালিয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

নিউজ ডেস্ক || আপডেট: ০৮:৩৫ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর

Share