১৭ আগস্ট ২০১৫, রবিবার, ০৭ : ৩৪ পিএম
কক্সবাজার থেকে স.ম.ইকবাল বাহার চৌধুরী:
কক্সবাজরে পঞ্চাশ হাজার ইয়াবা সহ দু‘এনজিও কর্মীকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে ১টি একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছেন রামু উপজেলার ধেছুয়াপালং গ্রামের নাজু মিয়ার ছেলে মোঃ শফিউল আলম (৩২) এবং ঢাকা সাভার গবিনাথপুর এলাকার পরিমল রায়ের মেয়ে শিকারাণী দাশ (৪০)। দু’জনই উখিয়ার কুতুপালং এমএসএফ এনজিও সংস্থার কর্মচারী বলে বিজিবি সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
১৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রবিউল ইসলাম জানান, গোপন সুত্রে সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে উক্ত ইয়াবাগুলো ১টি এ্যম্বুলেন্সসহ উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা ও এ্যামবুলেন্সের মূল্য প্রায় ১ কোটি ৭৫লাখ টাকা।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur