সারাদেশ

কক্সবাজারে ৪ আরোহীসহ কার্গো বিমান বিধ্বস্ত

কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরার টেক পয়েন্টে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে সহকারী পাইলট নিহত হয়েছেন।

এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী জেলে সোনা মিয়া জানান, কার্গো বিমানটি সমুদ্র সৈকতের নাজিরার টেক পয়েন্টে বিধ্বস্ত হলে ভাসমান অবস্থায় দু’জনকে উদ্ধার করেন তারা। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে সহকারী পাইলটকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর জনের অবস্থা সঙ্কটাপন্ন।

এ ছাড়া আরও দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আবদুল মজিদ  জানান, সকালে বিসমিল্লাহ এয়ারলাইন্সের পোনাবাহী কার্গোবিমানটি নাজিরার টেক পয়েন্টে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানের ৪ আরোহী নিখোঁজ হন। এর মধ্যে দুই আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর মধ্যে সহকারী পাইলট নিহত হন। তাৎক্ষণিক নিখোঁজ ও হাতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০১৬, বুধবার

এমআরআর

Share