কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বদরখালি ইউনিয়নের নিদানতড়নী এলাকায় তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাবা। এ সময় ঘটনাস্থলে মা উপস্থিত ছিলেন।
হত্যাকাণ্ডের শিকার তিন শিশু হলো, দেড় বছরের শারাবন তহুরা, আট বছর বয়সী নূরী জান্নাত শিউলী ও দশ বছরের আয়েশা সিদ্দিকা।
চকরিয়া থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান, তাদের বাবা আব্দুল গণি (৩৮) ঘটনার পর থেকে পলাতক। তিনি পেশায় একজন দিনমজুর।
তিনি বলেন, স্ত্রী ফাতেমা বেগমের (৩৫) সঙ্গে গণির প্রায়ই ঝগড়া লেগে থাকত। এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে সালিশ বৈঠক বসে। সালিশের শেষ দিকে সবার সামনেই গণি তার স্ত্রীকে পেটানোর হুমকি দেন।
পরিস্থিতি দেখে ইউপি সদস্য রাতে ফাতেমাকে ওই এলাকায় তার নানার বাড়িতে গিয়ে থাকার পরামর্শ দেন। এরপর ফাতেমা তার নানার বাড়িতে চলে যান। তবে তার তিন মেয়ে বাবার কাছেই ছিল।
এরপর ফাতেমার ভাই আজগর আলী রাত সাড়ে ৩টার দিকে আব্দুল গণির ফোন পান। গণি তাকে বলেন, ফাতেমা যেন বাড়ি গিয়ে তার মেয়েদের দেখে যায়। তার কথায় সন্দেহ হওয়ায় ভোরের দিকে ফাতেমা তার ভাইকে নিয়ে স্বামীর বাড়িতে আসেন এবং ঘরের মধ্যে তিন মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পুলিশ সকালে লাশ উদ্ধার করে। ঘাতক বাবা আব্দুল গণিকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫