পরিবারসহ কক্সবাজারে ঘুরতে গিয়ে ফরিদগঞ্জের যুবকের আল আমিন মিন পাটওয়ারীর (৩৫) এর স্ট্রোক করে মৃত্যু হয়। আল-আমিন এক সন্তানের জনকের।
২৭ ফেব্রুয়ারি সোমবার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসরত অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের নিশ্চিত করেছেন।
পরিবারের লোকজন জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে আল আমিন ছেলে ও স্ত্রীকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়।
২৬ ফেব্রুয়ারি কক্সবাজার গিয়ে কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের ” অপেরা ওসমান” নামে হোটেলের ৫০১০ নং কক্ষে অবস্থান করে। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল তাদের।
২৭ ফেব্রুয়ারি সোমবার সকালে স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও একমাত্র ছেলে মেহেরাজকে নিয়ে সমুদ্র সৈকত গিয়ে সমুদ্রে নেমে পড়েন। এর কিছুক্ষণ পর আল আমিনের শরীরে অস্বস্তি দেখা দিলে রুমে চলে আসেন। রুমে আসার পর তার অবস্থা আরো বেগতিক হয়। তার বুকে প্রচণ্ড বুক ব্যথা অনুভব করে। বুক ব্যথা বেশি দেখে হোটেল কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় আল আমিনের মৃত্যু হয়।
আলামিন ফরিদগঞ্জ উপজেলার কাছিয়াড়া গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আবুল কালাম পাটওয়ারীর ছোট ছেলে।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur