কক্সবাজারের উদ্দেশে চট্টগ্রাম ছাড়লেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ ত্যাগ করেন।
শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজারের উদ্দেশে ঢাকা গুলশান কার্যালয় থেকে রওয়ানা হন খালেদা জিয়া। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পরে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রি যাপন করেন।
এর আগে শনিবার সকালে ১০টা ৪০ মিনিটে বিএনপি প্রধান গুলশান কার্যালয় থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশে রওয়ানা হন।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ দলের সিনিয়র নেতারা।
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে বিএনপি প্রধানের এ যাত্রা।
নিউজে ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১ : ০০ পিএম ২৯ অক্টোবর ২০১৭,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur