কক্সবাজার থেকে প্রকাশিত ‘দৈনিক বাঁকখালী’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে আইসিটি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (০৫ অক্টোবর) রাত ১০ টার দিকে শহরের থানা রাস্তা এলাকার পত্রিকা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় অফিসের একটি কম্পিউটারও জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ১ অক্টোবর পত্রিকাটিতে কক্সবাজার মেডিকেল কলেজের প্রভাষক ডা. আব্দুস সালামের ছবি বিকৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যাতে আবদুস সালামের নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়।
এ ঘটনায় তার সম্মান হানি হয়েছে উল্লেখ করে কক্সবাজার সদর থানায় একটি এজহার দায়ের করেন ডা. সালাম। পরে তা যাচাই-বাছাই করে মামলা (নম্বর-৮) হিসেবে গ্রহণ করা হয়।
ডা. আব্দুস সালাম জানান, বিকৃত ছবি ও অসত্য প্রতিবেদন ছাপানোর অভিযোগে ওই পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করেন তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, তথ্য ও প্রযুক্তি আইনে মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। (বাংলানিউজ)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:২০ পিএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur