চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো বান্দরবান উপজেলা ফুটবল দল । মঙ্গলবার অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনাল খেলায় টাইব্রেকারে কক্সবাজার জেলা দলকে ৬-৫ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে বান্দরবান জেলা ফুটবল দল ।
আজ কোয়াটার ফাইনাল খেলার শেষ ম্যাচে অংশ নিবে চট্টগ্রাম ও নোয়াখালী জেলা ফুটবল দল।
কোয়াটার ফাইনলের ৩য় ম্যাচে দু’দলই শক্তিশালি দল নিয়ে মাঠে নামে। তবে দেখা যায় প্রথম রাউন্ডে কক্সবাজার যে শক্তিশালী দল নিয়ে মাঠে নেমেছিলো। কোয়াটার ফাইনালে সেরকম ভালো মানের খেলোয়াড় দিয়ে খেলতে নামতে পারেনি।
অপরদিকে স্থানীয় ও বিদেশী কয়েকজন খেলোয়াড় নিয়ে বান্দরবান ভালো দল নিয়ে মাঠে নামে।
খেলার প্রথমার্ধ্বে বান্দরবানের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অংথোয়াই গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১-০ গোলে।
খেলার প্রথমাধ্য ১-০ গোলে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধ্বে কক্সবাজার জেলা দল সেমিফাইনালে উঠার জন্য দলের খেলোয়াড়রা খুবই ভালো খেলেন। এক পর্যায়ে বান্দরবানের ডি বক্সে কক্সবাজারের এক খেলোয়াড়কে বান্দরবানের খেলোয়াড়রা ফাউল করলে রেফারী কক্সবাজারকে পেলান্টির আমন্ত্রণ জানান ।
আর এই সুবাধে কক্সবাজারের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ গোল করে দলকে সমতায় ফিরিয়ে আনে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হলে রেফারী দু’দলকেউ টাইব্রেকাারে আমন্ত্রণ জানায় । আর এই ট্রাইব্রেকারে ৬-৫ গোলে জয়লাভ করে সেমিফাইলালের খেলার স্বপ্ন হলো বান্দরবান জেলা দলের।
কক্সবাজার জেলা দলের খেলোয়াররা হলেন : রাজিব হোসেন (০১), আব্বাস (১৪), মনসুর (০৫), দিদার (০২), সালাউদ্দিন (১৯), জাহেদ (০৮), সাদ্দাম (০৭), আরিফ (১০), সাকের উল্লাহ (১৮), সবুজ (১৭), কমল (০৯), সাইদ (২২), সাফায়েত (০৩), বাদশা (১২), সোহেল ( ১৩), ও জোসেল (১৫)। বান্দরবান জেলা দলের খেলোয়াররা হলেন : আবুল হাসানাত (০১), সোহেল(০৫), মহিউদ্দিন (০৮), থোয়াই চিং (০৪), আবু সুফিয়ান (০৭), ওলা বেনজী (০৯), রিমন বড়–য়া (১৭), জুয়েল মল্লিক (১১), মনসুর আহমদ (২১), আরিফ মিয়া (১২), মংনিসাই (২২), দারুচ্ছালাম (১৮), অংস্যাই (১৫), বাবলুবড়–য়া (০৬) ও , মো. ইউসুফ (১৬)।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
আপডেট, বাংলাদেশ সময় ২: ৩৩ এএম, ১২ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur