ফরিদগঞ্জ

ঔষধ ভেবে কিটনাশক পান : ফরিদগঞ্জে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভুল করে ঔষধ ভেবে কীটনাশক পান করে বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার কড়ইতলী গ্রামের দর্জি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ওই গ্রামের মোস্তফা দর্জির স্ত্রী পারভীন বেগম (৫০)

নিহতের স্বজনরা জানায়, পারভীন বেগম দীর্ঘদিন ধরে রক্ত শূন্যতায় ভুগছেন। সে রোগ সারার জন্য তিনি খালি পেটে প্রতিদিন নিয়মিত ঔষধ পান করেতেন। সোমবার ভোর বেলায়ও তিনি ঔষধ পান করতে গেলে ভুল করে ঔষধ ভেবে ঘরে থাকা কীটনাশক পান করের। ওই কীটনাশক পান করে পারভীন বেগম যন্ত্রনায় ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়।

পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দুপুর সাড়ে ১২ টার সময় তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share