চাঁদপুর হাইমচরে মেঘনায় বৃহস্পতিবার (২৫ অক্টোবর) নির্বাহি কর্মকর্তা সমর কান্তি বসাকের নেতৃত্বে ও উপজেলা ট্রান্সফোর্স কমিটি, বায়ারচর তদন্ত কেন্দ্র ও নীলকমল নৌ-পুলিশ ফাড়ির যৌথ অভিযানে মেঘনায় মা’ ইলিশ নিধনকালে ১০ জেলেকে আটক করেছেন।
আটককৃত জেলেরা হলেন শরিয়তপুর এলাকার মো. ওসমান গনি(৪৫), মো. শাহিন মিয়া ছৈয়াল(২৬), ফিরোজ মিয়া ছৈয়াল (৫০), এরশাদ (১৮), মো. শেকান্তর সরদার(৫০), মো. নজরুল ইসলাম মোল্লা (৬৫), শফিকুল ইসলাম(৪৫), শাহজালাল( ৩২), মহিজউদ্দিন মাওিঝ(২৮), শিপন ফকির(২৫)। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
এ সময় ৩০ কেজি মাছ ও ১২শত মিটার জাল জব্দ করা হয়ছে। আটককৃত জেলেদের উপজেলা নির্বাহি অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ জেলেকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিএম ইসমাইল
ছবিঃ হাইমচরেআটককৃত ১০ জেলেকে ১ বছরের কারাদন্ড।