Home / চাঁদপুর / চাঁদপুরের কৃতি সন্তান চিত্রনায়ক ওয়াসিম আর নেই
ওয়াসিম
চিত্রনায়ক ওয়াসিম

চাঁদপুরের কৃতি সন্তান চিত্রনায়ক ওয়াসিম আর নেই

ঢাকাইয়া চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ও চাঁদপুরের কৃতি সন্তান ওয়াসিম আর নেই। ১৮ এপ্রিল রাত সাড়ে ১২ টায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়ক। (ইন্না…রাজিউন)।

বরেণ্য এ চিত্র নায়ক ব্রেন, নার্ভ ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

ওয়াসিমের জন্ম ১৯৫০ সালে, মতলব উত্তরের ফরাজিকান্দিতে। তাঁকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশন ও ফোক ফ্যান্টাসির নায়ক মনে করা হয়। তিনি প্রায় ১৫০টি চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয় করেন। তাঁর অভিনীত ‘দি রেইন’ চলচ্চিত্রটি পৃথিবীর ৪৬টি দেশে মুক্তি পেয়েছিল। যা তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

ঢাকাইয়া সিনেমাতে এ অভিনেতার অবশ্য অভিষেক হয় সহকারী পরিচালক হিসেবে ১৯৭২ সালে। ‘ছন্দ হারিয়ে গেলো’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করলেও নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে।

ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।

স্টাফ করেসপন্ডেন্ট, ১৮ এপ্রিল ২০২১