Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর আলগী ইউনিয়নে ওয়ার্ডের উন্নয়নমূলক সভা
ওয়ার্ড উন্নয়নমূলক সভা

হাইমচর আলগী ইউনিয়নে ওয়ার্ডের উন্নয়নমূলক সভা

চাঁদপুর হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উন্নয়নমূলক আলোচনা সভা শনিবার(২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী।

তিনি বলেন, আপনাদের মতামতের ভিত্তিতে ৩নং ওয়ার্ডের উন্নয়নের কাজ করা হবে। যাতে করে বর্তমান আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার ও ডা. দীপু মনির উন্নয়নের সেবা প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এ সরকারের আমলে ইতিপূর্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। ডা. দীপু মনির নেতৃত্বে হাইমচরে উন্নয়নের কাজ চলমান রয়েছে।

সভায় ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাচ্ছু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. কাউসার মিয়াজি, এমএ বাশার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য ইমরান হোসেন, স্থানীয় নাজিম মাষ্টার, বাচ্ছু মিয়া ঢালি, আনন্দ বাজার ব্যবসায়ীর সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।

।। আপডটে, বাংলাদশে সময় ৮ :২৩ পিএম, ২৬ নভেম্বর ২০১৬, শনিবার
এইউ

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/06/Bm-ismail.jpg” ] প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর [/author]

Leave a Reply