ঠাকুরচর সমাজবসীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিল

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার উত্তর ঠাকুরচর গ্রামের সমাজবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উত্তর ঠাকুরচর মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে এ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান গণিত বিভাগ এর আলহাজ্ব ড. আবু জাফর খান।

মাহফিলে সভাপতিত্ব করেন, উত্তর ঠাকুরচর জামে মসজিদের মোতাওয়াল্লি আব্দুল বারেক প্রধান।

মাহফিলটি পরিচালনা করেন, উত্তর ঠাকুরচর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হযরত মাওলানা মোঃ শাহজাহান সিকদার ও উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোঃ আক্তার হোসেন খান।

প্রধান বক্তার হিসেবে ওয়াজ করেন, পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা। মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কুরআন শরীফ মোঃ হাবীবুর রহমান যুক্তিবাদী ঢাকা।

এছাড়াও মাহফিলে ওয়াজ করেন, চেংগারচর বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা তাজুল ইসলাম জিহাদী চাঁদপুরী। মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছেরে কুরআন শরীফ মোঃ হাবীবুর রহমান যুক্তিবাদী ঢাকা।

মাহফিল শেষে উপস্থিত সকল মুসল্লীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ৫ ডিসেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Share