চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়ে অবস্থিত ওয়াইডাব্লিউসিএ নার্সারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুন বৃহস্পতিবার স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এসময় তিনি বলেন, এই স্কুলটি যেই সময়ে প্রতিষ্ঠিত হয় সেই থেকে স্কুলটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে । এটি শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। তবে স্কুলের এরিয়াটি খুবই ছোট।আমরা স্কুলের উন্নয়নে যতটুকু সম্ভব চেষ্টা করে যাবো।আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে একটি বিশেষ বরাদ্ধ দেওয়ার চেষ্টা করবো।অভিবাবকদের বলবো শিশুদের পড়া লেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ সোহেল রানা। আরো বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদিকা পাপড়ি বর্মন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষিকা কবিতা সাহা।এসময় স্কুলের সকল শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রায় ৫০ টি ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৩০ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur