Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নতুন ওসি’র যোগদান
ওসি

ফরিদগঞ্জে নতুন ওসি’র যোগদান

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে তিনি ফরিদগঞ্জ থানার দায়িত্বভার গ্রহণ করেন।

থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হেলাল উদ্দিন ২০০১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন থানায় দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।

এর আগে তিনি শরীয়তপুর জেলার পালং থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে সরকার সারাদেশের বিভিন্ন থানায় কর্মকর্তাদের পদায়ন ও বদলি করে। এরই ধারাবাহিকতায় তাকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবাগত ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ফরিদগঞ্জবাসীর সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণকে সঠিক ও দ্রুত আইনি সেবা দিতে সচেষ্ট থাকবো।

ফরিদগঞ্জে থানার যোগদানের সঙ্গে সঙ্গে থানার সেকেন্ড অফিসার এসআই আমজাদ আলী চৌধুরীর নেতৃত্বে থানার সকল অফিসার ফোর্স ফুল দিয়ে নবাগত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানান।

প্রতিবেদক: শিমুল হাছান/
৯ ডিসেম্বর ২০২৫