মতলব দক্ষিণ

ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণির ছাত্রী

চাঁদপুরের মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৪)। সে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের উত্তর আধারা গ্রামের মৃত স্বপন মিয়ার কন্যা এবং আধারা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, গত ৫ অক্টোবর রাতে স্বপন মিয়ার কন্যার সাথে কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদি গ্রামের আব্দুস সালাম (মুন্সীবাড়ি) এর ছেলে সাইফুল ইসলামের (১৭) সাথে বিয়ের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন সংবাদ পেয়ে থানার এএসআই জামাল সহ সংগীয় ফোর্স পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেয়।

থানার ওসি কুতুব উদ্দিন চাঁদপুর টাইমসকে জানান, ‘বাল্য বিয়ের অপরাধ ও তার কূফল সম্পর্কে উভয় পক্ষকে অবহিত করানো হয়। এছাড়া উভয় পক্ষের কাছ থেকে বাল্য বিয়ে না দেওয়ার অঙ্গিকার রাখা হয়।’

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১:৫৯ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Share