জাতীয়

ওষুধ নীতির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

ওষুধ শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণে জাতীয় ওষুধ নীতি ২০১৬ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার(১৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ১২২টি দেশে বাংলাদেশের ওষুধ রফতানি হয়। তাই ওষুধের মান নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। ওষুধ নীতি প্রণয়নের পর ১১ বছর পার হয়েছে। এ সময়ে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। পুরনো নীতিকেই বিস্তারিতভাবে হালনাগাদ করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন নীতিতে কার্যকর মানসম্মত ওষুধ উৎপাদনের কথা বলা হয়েছে। দেশের এবং রফতানির জন্য উৎপাদিত সব ওষুধের নিবন্ধন করতে হবে। কাঁচামাল উৎপাদনে মান বজার রাখা ও জাতীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ উৎপাদন, বিতরণ, ও ফার্মেসি প্রদর্শনে কঠোর শাস্তি বিধানের কথা বলা হয়েছে। এছাড়া বছরে অন্তত একবার সরকার ওষুধের মূল্য হালনাগাদ করবে এবং তা মন্ত্রণালয়, অধিদফতরসহ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এছাড়া আজ (সোমবার) মন্ত্রিসভায় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস আইন ২০১৬-এর খসড়া, নজরুল ইনস্টিটিউট আইন-২০১৬ এবং জাতীয় ক্রীড়া পরিষদ আইন-২০১৬ এর খসড়ারও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬ সোমবার
এইউ

Share