ওষুধে ফিরবে ‌যৌবন বিজ্ঞানীরা তৈরি করলো ইয়ুথ

আর মাত্র দু’বছর। বেশ কয়েকটি অসুখের কারণে দেহে বার্ধক্যের লক্ষণ ফুটে ওঠে। তা ঠেকাতে এক ধরনের ওষুধ আনতে চলেছেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানীরা।

ওই ওষুধের নাম দেওয়া হয়েছে ‘ইয়ুথ’। ডিমেনসিয়া বা অন্যান্য রোগের কারণে শরীরের চেহারা বুড়োটে হয়ে ‌যায়। ইয়ুথ সেই বুড়োটে ভাবই দূর করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

শুধু তাই নয় স্বাভাবিক বার্ধক্যজনিত কারণে শরীরের ‌যে ক্ষতি হয় তার অনেকটাই মেটাবে এই ওষুধ। অর্থাৎ একপ্রকার ‌যৌবন ফিরিয়ে দেবে ওই ওষুধ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন ভিটামিন ও অন্যান্য তিরিশ রকমের উপাদান মিশিয়ে ওই ওষুধ তৈরি করা হচ্ছে। বার্ধক্যের কারণে ‌দেহের ‌যে ‌যে উপাদনগুলির ক্ষতি হয় তা পুরণ করবে ওই ওষুধ। বলা হচ্ছে আলঝাইমার্স ও পারকিনসন্সের মতো রোগের ক্ষেত্রে ‌দেহে ‌যে ঘাটতি হয় তাও মেটাবে ওই ওষুধ।

ইতিমধ্যেই ওই ওষুধটি পরীক্ষা করে দেখা হয়েছে ইঁদুরের ওপরে। এখন তা মানুষের ওপরে প্রয়োগ করার অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা।  আগামী ২ বছরের মধ্যেই ওষুধটি বাজারে চলে আসতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নিউজ ডেস্ক ।। আপডেট ১১:৩৮ পিএম,০৫ জুলাই ২০১৬,মঙ্গলবার

এইউ

Share