পৌর ১৩ নং ওয়ার্ডে জামায়াতের যুব সমাবেশ

চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে ঘরোয়া পরিবেশে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার যুবক ও স্থানীয় ভোটাররা অংশগ্রহণ করেন।

যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, দেশ ও জাতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। যুব সমাজকে নৈতিকতা ও আদর্শিক চেতনায় গড়ে তুলতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব। তাই সকলকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর-৩ আসনের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তরুণ সমাজের ভবিষ্যৎ নিরাপদ করতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সরকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ, ১৩ নং ওয়ার্ড সেক্রেটারি জাকির হোসেন, ইউনিট সভাপতি ওমর ফারুক, শহর শিবিরের অর্থ সম্পাদক রাশেদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১৬ জানুয়ারি ২০২৬