‘ওয়ার্ডে ক্লিনিক করে দেওয়া হবে, সুযোগ পাবে এলাকার শিক্ষিত সন্তানরাই’
চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ওয়ার্ডের ওচমানিয়া মাদ্রাসায় উঠান বৈঠকে অংশ নেন।
গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শোনেন। উঠান বৈঠকগুলোতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ২নং ওয়ার্ডে পৌরসভা থেকে তেমন কোনো সুযোগ-সুবিধা পায়নি। আমাকে নির্বাচিত করলে প্রতিটি মানুষ যেন সকল সেবা পায় সেভাবেই ব্যবস্থা করা হবে। একটি এলাকার উন্নয়নের জন্য শিক্ষিত পরিবার সবচেয়ে বেশি প্রয়োজন। এই এলাকার মানুষ অনেক বেশি নিপীড়িত।
তিনি আরো বলেন, গত ৫৩ বছর কেউ আপনাদের নিয়ে ভাবেননি। এ ওয়ার্ডে যখনই আসতাম শুনতাম পানিতে নাকি চিংড়ি পাওয়া যায়। আগামীতে পানি থাকবে মিনারেল ওয়াটারের মত। যদি আপনারা তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করতে পারেন ইনশাল্লাহ সকল কিছুই ব্যবস্থা করা হবে।
তিনি বলেনে, এই ওয়ার্ডের কিছু সমস্যা আছে। আমি জনগণের সাথেই থাকতে চাই। ২নং ওয়ার্ডের মাদকে যে পরিস্থিতি আপনাদের সন্তানদের লাগাম টানেন। ভবিষ্যতে এর পরিণাম ভালো হবে না। আমি আপনাদের কাছে এসেছি ধানের শীষের ভোটের জন্য। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এ ওয়ার্ডে ক্লিনিক করে দেওয়ার ব্যবস্থা করবো। আর ক্লিনিকে চাকরি করার সুযোগ পাবে এই এলাকার শিক্ষিত সন্তানরাই। গত ১৫ বছরে এ ওয়াডের কেউ ঠিকমতো সুযোগ পায়নি ভোট দেওয়ার জন্য এবার সুযোগ এসেছে ভোট দেওয়ার। আপনারা সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ভোট দিবেন।
চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশাদের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরা বেগম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহজালাল শেখ, জেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ বেপারী, ২নং ওয়ার্ড ওয়ার্ড বিএনপি সভাপতি আবু তাহের তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সিনিয়র সহ-সভাপতি মো. রব মিজি, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. সুমন, ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. ফয়সালসহ বিএনপি অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে উঠান বৈঠকগুলোতে বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো ওচমানিয়া মাদ্রাসা মাঠ জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।
স্টাফ রিপোর্টার/
২৭ জানুয়ারি ২০২৬