চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজারে চৌধুরী প্লাজায় ফিউচার অল প্রডাক্টস এর শো রুম ফিউচার ইলেকট্রনিকস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্র মার্ট লি: সেলস এন্ড মার্কেটিং এর জেনারেল ম্যানেজার মাহমুদুন নবী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,ইলেক্ট্র মার্ট ৩৪ বছর ধরে সুনামের সাথে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। বিশ্বের নামীদামী ব্র্যান্ড গ্রি,কংকা, হাইকো ক্রেতাদের নিকট পৌছে দিচ্ছে। সেবা ও দ্রুত সময়ে সার্ভিস প্রদানে আমরা বদ্ধ পরিকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর আল-মানার হসপিটাল এর পরিচালক ওয়াহেদুর রহমান উৎপল, চাঁদপুর আইনজীবী সমিতির লাইব্রেরিয়ান সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, ফিউচার অল প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা কাউসার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকারিয়া মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিউচার অল প্রোডাক্ট এর পরিচালক মোঃ সবুজ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিউচার অল প্রোডাক্টস এর পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দীন, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা কোভিদ হোসেন, মোহাম্মদ ফরহাদ আলম, মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ পরিচালকবৃন্দ।
স্টাফ রিপোর্টার,৩ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur