প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও মোতওয়াল্লী আহমাদ আলী পাটওয়ারী রহ.র রুহের মাগফেরাত কামনা

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী মরহুম আহমদ আলী রহ.র এস্টেট আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরের দক্ষিণ পাশসহ চিরশায়িত প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী মরহুম আহমদ আলী রহ.ও তাঁর জ্যেষ্ঠ্যপুত্র মোতওয়াল্লী মরহুম মনিরুজ্জামান পাটোয়ারীসহ সকল কবরবাসীর জন্যে গত শুক্রবার জুমা শেষে কবর জিয়ারত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ ও এস্টেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ্।

প্রতি সপ্তাহের শুক্রবার জুমা শেষে এস্টেটের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে দক্ষিণ পাশসহ মসজিদের প্রতিষ্ঠাতা, ওয়াকীফ ও প্রতিষ্ঠাতা মোতওয়াল্লীগণসহ অনুরূপ চিরশায়িত কবরবাসীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অংশগ্রহণ করতে মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ সকলকে আহবান জানান।

প্রসঙ্গত, চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ , আহমদিয়া দারুল উলুম কামিল মাদ্রাসা ও ওয়াকফ এ্যাস্টেট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.। ক্ষণজন্মা, মানব হিতৈষী ও মোতাওয়াল্লী আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.আনুমানিক বারো শ’বঙ্গাব্দের শেষের দিকে হাজীগঞ্জের মকিমাবাদ গ্রামের সম্ভ্রান্ত মুসলীম পরিবারে জন্মগ্রহণ করেন। স্বল্পবয়সেই তিনি পিতৃহীন হন এবং আনুমানিক তেরশ’ অব্দে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভিত্তি সূচনা করেন।

কলকাতা আলিয়া মাদরাসার তৎকালীন হেড মাও.শামসুল উলামা ছফি উল্লাহ’র নিকট হতে মসজিদ নির্মাণে দোয়া লাভ করেন। অত:পর মাও.আবুল ফারাহ জৈনপুরী রহ.১৭ আশ্বিন ১৩৩৭ বঙ্গাব্দে পাকা মসজিদ যা আজকের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এর ভিত্তিস্থাপন করেন। ১৯৩১ সালে মসজিদের পাশে আহমদিয়া দারুল উলুম কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পুরাতন ঢাকার আলিয়া নেসাবের মুহাসনিয়া মাদরাসার অধ্যক্ষ শামসুল ওলামা মাও.আবু নছর ওয়াহিদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

মসজিদের জন্য যোগ্য খাদেম ও মুসল্লী তৈরি করার লক্ষ্যে তিনি হাজীগঞ্জ দারুল উলুম সিনিয়র মাদরাসা নামে ১৯৩১ সালে আলিয়া নেছাবের একটি মাদরাসা মসজিদের দক্ষিণ পার্শে নির্মাণ করেন। যা পরবর্তীতে ১৯৪১ সালে ফাজিল, ১৯৯৫ সনে প্রতিষ্ঠাতার দৈহিত্র অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটোয়ারীর প্রচেষ্টায় কামিল পর্যায়ে উন্নীত হয় এবং তাঁর ঐকান্তিক চেষ্টায় মাদরাসাটি বর্তমান স্থানে ভৌতিক অবয়বে পুন:স্থাপিত হয়।

প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.এর স্বপ্ন বাস্তবায়নে তাঁরই দৌহিত্র অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটোয়ারীসহ গভর্নিং বডি নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ দ্বীনি পরিবেশে বালক-বালিকাদের পৃথক শাখায় পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

আলিম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগ চালু আছে। ১৩৭৫ বঙ্গাব্দের ১৭ বৈশাখ সকাল পৌনে ৯ টায় মানবতার এ মহান সেবক,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদসহ ওয়াকফ এ্যাস্টেটের এ প্রতিষ্ঠাতা ও হাজীগঞ্জবাসীর গর্বিত সন্তান মোতওয়াল্লী আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.ইন্তেকাল করেন।

আবদুল গনি
২০ জানুয়ারি ২০২৬
এ জি