ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর রাত ৯টায় ওমান সোহার মহানগর যুবদলের কার্যালয়ে বন্যার্ঢ আয়োজনে এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
যুবদল নেতা মো. শামসুদ্দিন এর সভাপতিত্বে ও যুবদল নেতা ফজলে রাব্বী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো. শাহজাহান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিথ ছিলেন বিশিষ্ট সমাজসেবক আরাফাত রহমান ইয়াসিন।
এসময় যুবদল নেতা এরশাদ উল্যাহ, কাজী শাহপরান, মানিক, সালাম প্রধান, কাউছার, বিল্লাল, শাহজাহান, রহমত উল্যাহ, সোহাগ, জিয়া চৌধুরী, স্বপন বকাউলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur