অভিনেতা ওমর সানির ফেসবুক আইডিটি তার ছেলে ফারদিনের সহায়তায় উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত আড়াইটার দিকে ফেসবুক লাইভে এ তথ্য জানান।
তিনি জানান, ‘আগে তিনি মনে করতে তার কোনো শত্রু নেই, এখন তিনি মনে করেন তার অনেক শত্রু আছে। তার আইডিটি আরবি ভাষাযুক্ত একটি প্রোফাইলের মাধ্যমে হ্যাকড করা হয়েছিলো। সে সংক্রান্ত স্কীনশট তিনি তার পেসবুক ওয়ালে পোস্ট করেন।’
লাইভ ভিডিওতে তিনি দাবি করেন, ‘ইসলামপন্থি কোনো সংগঠন তার এই আইডিটি হ্যাক করেছিলো।’
প্রসঙ্গত, রোববার (৬ আগস্ট) ভোর ৪টা ১৮ মিনিটের পর থেকে সানি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না। লক্ষাধিক ফলোয়ারসহ ফেসবুক আইডিটি হ্যাক হওয়ায় বেশ বেকায়াদায় পড়েছেন ওমর সানি। বিষয়টি নিয়ে তিনি বেশ চিন্তিত।
ওইদিনই তিনি তুরাগ থানায় হাজির হয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার নম্বর ২২৯।
ওমর সানি বর্তমানে আমি নেতা হব নামের একটি ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন মৌসুমী। এছাড়া আগামী ১১ আগস্ট সানি অভিনীত মার ছক্কা ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।
https://www.facebook.com/officialomarsani/videos/1417507794984651/
চাঁদপুর টাইমস রিপোর্ট
: আপডেট, বাংলাদেশ ২: ৪০ এএম, ১০ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ