Home / চাঁদপুর / চাঁদপুরে ২০ স্থানে‘ওভারহেড ডিরেকশনাল সাইন’স্থাপন
ওভারহেড

চাঁদপুরে ২০ স্থানে‘ওভারহেড ডিরেকশনাল সাইন’স্থাপন

চাঁদপুরে এই প্রথম সড়ক বিভাগের উদ্যেগে ওভারহেড ডিরেকশনাল সাইন’ (সড়কের ওপরে দিকনির্দেশক চিহ্ন) নির্মাণ কাজ করা হয়েছে। যা ২০২০-২১ অর্থ বছরের ৪৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়।

জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে ৪৯ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর জেলার ২০ টি স্থানে ওভারহেড ডিরেকশনাল সাইন স্থাপন নির্মাণ করা হয়।

ওভারহেড

চাঁদপুর শহরের ওয়ারলেস, বাবুরহাট, সদর উপজেলার নানুপুর চৌরাস্তা, হাজীগঞ্জ উপজেলায়, শাহরাস্তি কালিয়াপাড়া, খাজুরিয়া, ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও, সদর উপজেলার হরিণা চৌরাস্তায় ওভারহেড ‘ডিরেকশনাল সাইন’ স্থাপন করে সড়ক বিভাগ।

চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আতিক উল্ল্যা ভূঁঞা চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুরে এই প্রথম ২০ স্থানে ওভারহেড ডিরেকশনাল সাইন স্থাপন করা হয়েছে। সড়কের ওপরে দিকনির্দেশক চিহ্ন দেওয়ায় জনসাধারণের অনেক উপকারে আসবে এবং নির্দেশনাগুলো দেখে মানুষ তার গন্তব্যে পৌছতে সহজ হবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৪ জুন ২০২১