Home / আন্তর্জাতিক / ‘ওবামাকে হত্যা সাংবিধানিক দায়িত্ব’

‘ওবামাকে হত্যা সাংবিধানিক দায়িত্ব’

আন্তর্জাতিক ডেস্ক :

প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে একজন দখলদার মাত্র। তাকে খুন করা তাই সাংবিধানিক দায়িত্ব। সুযোগ পেলেই এই কাজটি করে ফেলতে চাইছিলেন উইসকনসিন অঙ্গরাজ্যের টোমাহ শহরের বাসিন্দা ৫৫ বছরের ব্রায়ান ডি ডাচার। এ ঘটনায় তাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এবং একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

যুক্তরাষ্ট্রের ম্যাডিসনের ডিস্ট্রিক্ট কোর্টে দাখিল করা নথিতে বলা হয়, বুধবার ওভারটাইম বাবদ দেয়া অর্থবিলের ওপর সংস্কার প্রস্তাব নিয়ে উইসকনসিনে আলোচনা করছিলেন ওবামা। এর পরিপ্রেক্ষিতে লা ক্রস গণ গ্রন্থাগারের এক নিরাপত্তা প্রহরীর কাছে ওবামাকে খুন করার ইচ্ছার কথা ব্যক্ত করেন ডাচার।

ওই নিরাপত্তা প্রহরীকে ডাচার বলেন, ‘ দখলদারটা এখানে আছে । সুযোগ পেলে আমি তাকে সরিয়ে দিতাম এবং তাকে গুলি করতাম।’

গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে প্রেসিডেন্টকে খুনের ইচ্ছার কথা স্বীকার করেছেন ডাচার। এমনকি নিজের ফেসবুক পেজেও তিনি একই ধরনের পোস্ট করেছিলেন। তিনি সেখানে লিখেছিলেন, ‘আহহা! বৃহস্পতিবার আমি লা ক্রসে থাকবে। আমি উচ্চাকাঙ্খী প্রেসিডেন্ট গুলি করার একটা সুযোগ পাচ্ছি। তাকে হত্যা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব।’

উইসকনসিন স্টেট জার্নাল জানিয়েছে, এর আগে ব্রায়ান ডি ডাচার হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা নিয়েছিলেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৬:০৪ অপরাহ্ন, ২১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ০৬ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি