ফরিদগঞ্জ থানা সার্ভিস ডেলিভারী সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) বিকালে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন এসপি সার্কেল মো. আফজাল হোসেন।
তিনি বলেন, বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে সমাজের সচেতন লোকজনকে সমাজের এই ব্যাধি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। আর অচিরেই ফরিদগঞ্জে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারের লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হবে বালে জানান তিনি।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলমের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক আলমীগর হোসেন স্বপন, ১১ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম পাটওয়ারী, পৌর কাউন্সিলর মো. জামাল উদ্দিন প্রমুখ।
প্রতিবেদক-আতাউর রহামন সোহাগ, ফরিদগঞ্জ
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৩৩ পিএম, ১৮ মে ২০১৭, বৃহস্পতিবার
এইউ